নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস ২০২৪ পালিত হয়েছে। কর্মসূচিতে ছিলো- চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর কালজয়ী ৭ মার্চের ভাষণ, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার
(০৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্যালে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া মুনাজাত শেষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হকের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আ.লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন সাথী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল প্রমূখ।
পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমআর
No comments:
Post a Comment