নিজস্ব প্রতিবেদক
‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে রংপুরের কাউনিয়া প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপি একযোগে ভার্চুয়াল উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- রংপুর জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আমবার আলী, রংপুর সরকারি মুরগী প্রজনন ও উন্নয়ন খামারের উপ-পরিচালক মো. নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুমি আক্তার, উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন সাথী, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাকিল আহমেদ, ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডল, সফল খামারী জুলফিকার হায়দার, রাবেয়া বেগম প্রমূখ।
অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল গুলো পরিদর্শন করেন। খামার স্থাপনে উৎসাহ যোগাতে দিনব্যাপি এ প্রদর্শনীর বিভিন্ন ষ্টলে উন্নত নানা জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর-পাখিসহ পশু পালনে সহায়ক গো-খাদ্য, ঘর, যন্ত্রপাতি ও ঔষধপত্র প্রদর্শিত হয়। পরে প্রদর্শনী স্টলকে পুরস্কার দেওয়া হয়।
এমআর
No comments:
Post a Comment