Friday, April 26, 2024

কাউনিয়ায় আমরা’৯৬ বন্ধু আবু সাঈদের দাফন সম্পন্ন


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় আমরা৯৬ এসএসসি বন্ধু আবু সাঈদ (৪৩) এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল নয়টায় উপজেলার বনগ্রাম গ্রামে নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বছর দুইয়েক আগে তাঁর শরীরে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে। তিনি ভারতসহ ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। আমরা৯৬ দম্পতির আবু সাঈদ মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুণাগ্রাহী রেখে গেছেন।

হাজারো মানুষের অংশগ্রহণে সেইদিন রাত সাড়ে নয়টার দিকে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আমরা৯৬ কাউনিয়া উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। পেশাগত ভাবে তিনি গ্রামীন ব্যাংকের শাখা ম্যানজার হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর অকাল মৃত্যুতে আমরা৯৬ বন্ধুমহল গভীর ভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আমরা৯৬ কাউনিয়া এবং এলাকার নানা শ্রেণীপেশার মানুষ।

এমআর

No comments:

Post a Comment