Saturday, August 24, 2024

কাউনিয়ার নিহত রিক্সাচালক আব্দুল লতিবের পাশে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সাচালক আব্দুল লতিবের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। শনিবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের নিহত আব্দুল লতিবের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং কবর জিয়ারত শেষে নিহতের বাবার হাতে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী।

এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমিরে জামায়াতের নির্দেশনা মোতাবেক আমরা কোটা আন্দোলনে নিহত প্রত্যেক শহীদ পরিবারের কাছে যাচ্ছি। খোঁজখবর নিচ্ছি এবং সাধ্যমতো আর্থিক সহযোগিতা করছি। এই শহীদ পরিবারগুলোর পাশে জামায়াতে ইসলামী সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলনে নিহত আমাদের সাহসী সন্তানদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করেন।

সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হক, কাউনিয়া উপজেলা আমির মাওলানা আব্দুস সালাম সরকারশহীদবাগ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মাওলানা এমদাদুল হকসাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী বিএসসি, কাউনিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি  মোক্তারুল ইসলামসহ জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ।


এমআর

 

No comments:

Post a Comment