Thursday, August 29, 2024

কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সাবেক বর্তমান দ্বায়িত্বশীল নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগষ্ট) বাদ মাগরিব বালাপাড়া ইউনিয়নের পশ্চিম নিজপাড়া জামে মসজিদে মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে মাওলানা গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস ছালাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোক্তারুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- আলহাজ্ব মজিদুল ইসলাম, মো. সাইদুর রহমান সাইদ, মো. আক্তারুল ইসলাম জাদু প্রমুখ। সমাবেশে বক্তারা, সকল ভেদাভেদ ভুলে সাবেক বর্তমান দ্বায়িত্বশীল নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

এমআর

No comments:

Post a Comment