Friday, August 16, 2024

কাউনিয়ায় বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল


নিজস্ব সংবাদদাতা 
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রংপুরের কাউনিয়ায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় কাউনিয়া রেলগেটস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। 

দোয়া মিলাদ মাহফিলে উপজেলা বিএনপি' আহ্বায়ক এমদাদুল হক ভরসা, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আতিকুল ইসলাস সোহাগ, সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান উকিল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবলু সরকার বাবু, সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোসাব্বের হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব আপেল জাহাঙ্গীর প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমআর

No comments:

Post a Comment