Saturday, August 31, 2024

কাউনিয়ায় নিহত রিক্সাচালক আব্দুল লতিবের পাশে বিএনপি নেতৃবৃন্দ


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিক্সাচালক আব্দুল লতিবের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ। শনিবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের নিহত আব্দুল লতিবের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং দোয়া-মুনাজাত শেষে নিহতের বাবার হাতে নগদ অর্থ প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা।

এতে সংক্ষিপ্ত এক বক্তব্যে আলহাজ্ব এমদাদুল হক ভরসা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা কোটা আন্দোলনে নিহত প্রত্যেক শহীদ পরিবারের কাছে যাচ্ছি। তাদের খোঁজখবর নিচ্ছি এবং সাধ্যমতো আর্থিক সহযোগিতা করছি। শহীদ পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমরা এই আন্দোলনে নিহত আমাদের সাহসী সন্তানদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলু, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, শহীদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বিএসসি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য রাজু মিয়া, কুর্শা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফজলুল হকসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত একই ইউনিয়নের প্রাণনাথচর গ্রামের শহীদ নাসির ইসলাম স্মরণে রাস্তার নামফলক উম্মোচন দোয়া-মুনাজাত শেষে মরহুমের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিএনপি নেতৃবৃন্দ।

এমআর

No comments:

Post a Comment