রংপুরের কাউনিয়ায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে ১৬১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
এরমধ্যে এইচএসসিতে ২ হাজার ১৬ জন পরীক্ষার্থীর উর্ত্তীণ হয়েছেন ১ হাজার ৫৭৯ জন জিপিএ-৫ পেয়েছেন ১৫৩ জন। আলিমে ২১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উর্ত্তীণ হয়েছেন ১৭০ জন জিপিএ-৫ অর্জন করেছেন ৫ জন। এছাড়া কারিগরি শাখা থেকে ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উর্ত্তীণ ১৭৯ জন জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ জানান, এবারে গড় পাসের হার এইচএসসিতে ৮টি কলেজের ৭৮.৩২% আলিমে ৮টি মাদ্রাসার ৭৯.৪৪% ও ৩টি বিএম কলেজের কারিগরি শাখায় ৯৬.৭৬%। এরমধ্যে শহীদবাগের সাব্দী মাদ্রাসা এবং টেপামধুপুরের ভায়ারহাট পিয়ারিয়া মাদ্রাসায় শতভাগ পাস করেছে।
এমআর
No comments:
Post a Comment