নিজস্ব সংবাদদাতা
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশনের তত্ত্বাবধানে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশনের তত্ত্বাবধানে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে।
এসময় দুর্যোগ মোকাবিলায় করনীয় শীর্ষক সচেতনতামূলক বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ শাহীন সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমআর
No comments:
Post a Comment