Wednesday, October 9, 2024

কাউনিয়ায় ৭২ পূজামন্ডপে দূর্গোৎসব শুরু


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়া উপজেলার ৭২ পূজামন্ডপে বুধবার (০৯ অক্টোবর) মহাশুভষষ্ঠী পূজার মধ্যদিয়ে সাড়ম্বরে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় দূর্গোৎসব। ভ্রাতৃত্বপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে দূর্গাপূজা উদযাপনে প্রশাসনের যথাযথ নির্দেশনা আছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কমল সরকার টিপু জানান, দূর্গোৎসবের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা-অর্চনা পালনে মন্ডপ গুলোতে পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি সদস্য স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। এবার দেবীদূর্গার আগমন হয়েছে দোলায় (পালকি) করে। আগামী রোববার ঘোটকে (ঘোড়া) চরে বিদায় বা বিসর্জনে শারদীয় দূর্গাপূজার শেষ হবে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শরীফ জানান, দূর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজামন্ডপে নির্বিগ্নে দূর্গাপূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে পরামর্শ দিয়েছেন তিনি।

এমআর

No comments:

Post a Comment