নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ফের একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বুধবার (০৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতলে আগন্তক কাউনিয়া তকিপল হাট এলাকার নুরুজ্জামান মৌলভীর ছেলে গোলাম আজম এর ব্যবহৃত টিভিএস মেট্রো প্লাস নীল রংয়ের ১১০ সিসি, রংপুর-হ-৩৫১৪০৫ নম্বরের মোটর সাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি।
গোলাম আজম জানান, হাসপাতালের জনৈক স্টাফের সাথে দেখা করতে বেলা সাড়ে ১১টার দিকে মোটর সাইকেলটি পরিবার পরিকল্পনা দপ্তরের সড়কের প্রবেশ মুখের পাশে রেখে নতুন ভবনে যায়। এর কিছু সময় পর এসে দেখেন তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই, চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজ করেও আর মোটর সাইকেলের কোন সন্ধান মিলেনি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শরীফ জানান, মোটর সাইকেল চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
এমআর
No comments:
Post a Comment