Thursday, October 10, 2024

কাউনিয়া মহিলা কলেজের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা


নিজস্ব সংবাদদাতা 
স্বনামধন্য বিদ্যাপীঠ কাউনিয়া মহিলা কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি, বরণ মতবিনিময় সভা মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কলেজ পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।

বিশেষ
অতিথি হিসেবে বক্তব্য দেন- নবগঠিত কমিটির দাতা সদস্য মো. এজাজুল ইসলাম, বিদোৎসাহী সদস্য মো. জাহেদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান পলাশ মো. আলমগীর চৌধুরী লিটন।

মতবিনিময়
কালে বক্তব্য রাখেন- কলেজের সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক গোলাম আযম, সহকারী অধ্যাপক খোরশেদ আলম আকন্দ, সহকারী অধ্যাপক মমতাজ বেগম, সহকারী অধ্যাপক রনজিৎ বর্ম্মন, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মরিয়ম বেগম প্রমূখ।

এরআগে
পরিচিতি শেষে নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করা হয়।

এমআর

No comments:

Post a Comment