নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজনে রোববার (১০ মার্চ) সকাল ১১টায় একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার ফাইটার টিমের তত্বাবধানে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়াসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন সাথী, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজসেবা অফিসার সামিউল আলম, কাউনিয়া ফায়ার স্টেশন ইনচার্জ সামছুল হক সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসান হাবীব সরকার প্রমূখ।
বক্তব্যে বক্তারা অগ্নিকান্ড, বন্যা, ভূমিকম্প, বজ্রপাত ও ঘুর্ণিঝড়সহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন এবং এ সব বিপদে আতঙ্কিত না হয়ে বরং তা মোকাবিলা করার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এমআর
No comments:
Post a Comment