Monday, March 11, 2024

কাউনিয়া উপজেলা ভলিবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বালাপাড়া ইউনিয়ন


নিজস্ব সংবাদদাতা 
ক্রীড়াই শক্তি শ্লোগানে রংপুরের কাউনিয়া উপজেলা ভলিবল টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।

উৎসব মূখোর পরিবেশে সোমবার (১১ মার্চ) বিকেলে ভলিবল ফাইনাল খেলায় স্বাগতিক কূর্শা ইউনিয়নকে - সেটের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বালাপাড়া ইউনিয়ন।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মহিদুল হক। স্বাগত বক্তব্য দেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম। অনুষ্ঠানে বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, কুর্শা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ, উপজেলা .লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে চ্যম্পিয়ন রানার্সআপ দলের হাতে ট্রফি-মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। ফাইনাল খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন বালাপাড়া ইউনিয়ন দলের রিগান।

এবারে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সেরা খেলোয়ারদের মধ্যে কাউনিয়া টিভিএস শো-রুম হালিম কয়েল ফ্যাক্টরির সৌজন্যে উপহার দেওয়া হয়। উপজেলার ইউনিয়ন, ১টি পৌরসভা উপজেলা পরিষদ মিলে ৮টি দল টুর্নামেন্টে অংশ নেয়।

এমআর

No comments:

Post a Comment