নিজস্ব সংবাদদাতা
অসাধু উপায়ে রাসায়নিক
সার সংগ্রহ করে ব্যবসা পরিচালনার দায়ে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর বাজারের সার ব্যবসায়ি মো. আম্বার আলীর দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। এ সময় সাথে ছিলেন- উপজেলা কৃষি অফিসার মোছা. শাহানাজ পারভীন সাথী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. আজমাইন মূশতারীসহ একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক জানান, নির্ধারিত ডিলার ব্যতীত অসাধু উপায়ে অন্যত্র হতে রাসায়নিক সার সংগ্রহ করে বিক্রির অপরাধে তার এই জরিমানা ও তাকে সতর্ক করা হয়েছে। অবৈধ মজুদ বিরোধী অভিযান এবং বাজার মনিটরিং কল্পে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এমআর
No comments:
Post a Comment