Tuesday, March 26, 2024

কাউনিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক 
রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা জাতীয় দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গণে একত্রিশবার তোপতধ্বনি উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সুচনা ঘটে।

এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ, সাংবাদিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।




দিবসের কর্মসুচিতে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের তালে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যূরালে বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং  বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়া উপসনালয় গুলোতে মোনাজাত প্রার্থনা, হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও মহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, ওসি মাহাফুজার রহমান, উপজেলা .লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর

 

No comments:

Post a Comment