নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে থানা প্রাঙ্গণে একত্রিশবার তোপতধ্বনি ও উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পূষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের সুচনা ঘটে।
এ
সময় জাতির
শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ, সাংবাদিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
দিবসের
কর্মসুচিতে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের তালে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যূরালে বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং বীর
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়া উপসনালয় গুলোতে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের
চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, ইউএনও মহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, ওসি মাহাফুজার রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর
No comments:
Post a Comment