Thursday, April 25, 2024

কাউনিয়ায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

নিজস্ব সংবাদদাতা 
দেশব্যাপী অতি তীব্র তাপপ্রবাহের সঙ্গে অসহনীয় রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রকৃতির জীবন-জীবিকা। ওষ্ঠাগত হয়ে পড়েছে মানুষ পশুপাখির জীবন। সেইসাথে হুমকির মুখে রয়েছে ফল ফসলি জমি।

খড়তাপ
অনাবৃষ্টি থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে রংপুরের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইস্তিস্কার নামাজ দোয়া-মুনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। স্থানীয় সম্মিলিত মুসলিম উমরাহ উদ্যোগে নানা শ্রেণী-পেশার হাজারো মানুষ এতে অংশ নেন।

নামাজ
শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র তাপদাহ থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়। ইস্তিস্কার নামাজের ইমামতি দোয়া পরিচালনা করেন আল আকসা আইডিয়াল মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ শফিউল আজম।

এমআর

 

No comments:

Post a Comment