Tuesday, April 23, 2024

উপজেলা পরিষদ নির্বাচন : কাউনিয়ায় প্রতীক পেলেন ১৩ প্রার্থী


নিজস্ব প্রতিবেদক 
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী মে রংপুরের কাউনিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা রিটানিং কর্মকর্তা আব্দুল্যাহ্ আল মোতাহ্সিম স্বীয় কার্যালয়ে প্রার্থীদের কাছে প্রতীক বরাদ্দপত্র প্রদান করেন।

সহকারি রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, চেয়ারম্যান পদে প্রার্থীর মধ্যে আনোয়ারুল ইসলাম (মোটরসাইকেল) মো. আব্দুর রাজ্জাক (আনারস) মো. হুমায়ুন কবীর (ঘোড়া) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মো. মাহমুদুল হাসান (চশমা) মো. মনজুদার রহমান (টিউবওয়েল) সুশান্ত সরকার (তালা) মো. জাহাঙ্গীর কবির (মাইক) গনেশ কুমার দেব শর্মা (টিয়াপাখি) মো. শফিকুল ইসলাম (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীর মধ্যে মোছা. সেলিনা খাতুন (প্রজাপতি) মোছা. আঙ্গুরা বেগম (ফুটবল) মোছা. রওশনারা বেগম (হাঁস) মোছা. রাবেয়া বেগম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি জানান, কাউনিয়া উপজেলায় মোট ভোটার লাখ ৪৫ হাজার ৪৩ জন এরমধ্যে পুরুষ ভোটার লাখ ৫০৯ জন মহিলা ভোটার লাখ ৪০ হাজার ৩২ জন আর তৃতীয় লিঙ্গের জন ভোটার রয়েছেন। এবারে উপজেলার ১টি পৌরসভাসহ ইউনিয়নে ৯৩টি স্থায়ী ভোট কেন্দ্রে ৫৩৫টি ভোট কক্ষ রয়েছে।

এমআর  

 

 

 

No comments:

Post a Comment