নিজস্ব প্রতিবেদক
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে রংপুরের কাউনিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদের ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা আব্দুল্যাহ্ আল মোতাহ্সিম স্বীয় কার্যালয়ে প্রার্থীদের কাছে
প্রতীক বরাদ্দপত্র প্রদান করেন।
সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে আনোয়ারুল ইসলাম (মোটরসাইকেল) মো. আব্দুর রাজ্জাক (আনারস) ও মো. হুমায়ুন কবীর (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বি
৬ প্রার্থীর মো. মাহমুদুল হাসান (চশমা) মো. মনজুদার রহমান (টিউবওয়েল) সুশান্ত সরকার (তালা) মো. জাহাঙ্গীর কবির (মাইক) গনেশ কুমার দেব শর্মা (টিয়াপাখি) ও মো. শফিকুল ইসলাম (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে মোছা. সেলিনা খাতুন (প্রজাপতি) মোছা. আঙ্গুরা বেগম (ফুটবল) মোছা. রওশনারা বেগম (হাঁস) ও মোছা. রাবেয়া বেগম (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি জানান, কাউনিয়া উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৪৩ জন এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০৯ জন মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ৩২ জন আর তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন। এবারে উপজেলার ১টি পৌরসভাসহ ৬ ইউনিয়নে ৯৩টি স্থায়ী ভোট কেন্দ্রে ৫৩৫টি ভোট কক্ষ রয়েছে।
এমআর
No comments:
Post a Comment