নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার ৬ ইউনিয়নের দুস্থ, অসহায় ও হতদরিদ্র ২৭ হাজার ৫৯২ পরিবারের মধ্যে ভিজিএফ ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।
বুধবার
(০৩ এপ্রিল) সকালে বালাপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আনছার আলী। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব মো. আকরাম হোসেন, ইউপি সদস্য মো. আমিরুল ইসলাম পলাশ, মো. মহির উদ্দিন, মো. হাফিজার রহমান, মো. মিজানুর রহমান উকিল, মোছা. শেফালী খাতুন প্রমূখ। সুষ্ঠু ভাবে চাল পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব সরকার জানান, এবারেও ১০ কেজি করে ভিজিএফ চাল পাবেন বালাপাড়া ইউনিয়নে ৫ হাজার ৮৪৭ সারাই ইউনিয়নে ৩ হাজার ৪২৪ হারাগাছ ইউনিয়নে ৩ হাজার ২২০ কুর্শা ইউনিয়নে ৫ হাজার ৯০৪ শহীদবাগ ইউনিয়নে ২ হাজার ৮৫৭ ও টেপামধুপুর ইউনিয়নে ৬ হাজার ৩৪০টি পরিবার। এছাড়া হারাগাছ পৌরসভার ১ হাজার ৫৪০টি পরিবারকে ভিজিএফ চাল দেওয়া হবে।
এমআর
No comments:
Post a Comment