Wednesday, April 3, 2024

কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা


নিজস্ব সংবাদদাতা 
হত্যা, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, চুরি-ছিনতাই রোধ সহিংসতা এড়ানোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, কাউনিয়া থানার ইন্সপেক্টর তদন্ত ফরহাদ হোসেন মন্ডল, হারাগাছ মেট্রো থানার এসআই জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক প্রকাশক সারওয়ার আলম মুকুল, রিপোর্টস ইউনিটির সভাপতি শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজু, অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি জুলহাস হোসেন সোহাগ প্রমুখ।

ইন্সপেক্টর তদন্ত ফরহাদ হোসেন মন্ডল বলেন, কোন আইন বিরোধী কর্মকান্ড কারো কাম্য নয়। মাদকসেবী বিক্রেতা যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ প্রশাসন সচেষ্ট রয়েছে। মাদক জুয়াসহ যে কোন সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান।

এমআর

No comments:

Post a Comment