নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের “শ্রদ্ধায়-স্মরণে” আমরা তোমাদের ভুলবনা প্রতিপাদ্যে জীবিত ও মরণোত্তর গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. নজরুল ইসলাম, পৃষ্ঠপোষক উত্তরসূরি ও এ্যালাইড ব্লক কোম্পানী লিঃ চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।
বক্তব্য রাখেন- উত্তরসূরির সদস্য মোতাহার হোসেন ডালু, রফিকুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম সেলিম, হাবিবুর রহমান হাবিব, আশরাফুল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ।
সাবেক বাণিজ্যমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা এবং ৭৫ পরবর্তী বিভিষিকাময় দিনগুলোতে বঙ্গবন্ধুর আদর্শে লালিত আমাদের অগ্রজ যারা আপোষহীন থেকে দলকে সুসংগঠিত করেছে, আমাদের দ্বায়বদ্ধতা থেকে তাদের শ্রদ্ধায় স্মরণ করতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উত্তরসূরির এ আয়োজন।
No comments:
Post a Comment