নিজস্ব সংবাদদাতা
সেবা শান্তি প্রগতি শ্লোগানে রংপুরের কাউনিয়ায় অরাজনৈতিক ও অলাভজনক সেচ্ছাসেবী মানবিক সহযোগী হিসেবে পথচলা ‘পাশে আছি’ সামাজিক সংগঠন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) রাত নয়টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে এক সভা শেষে উপদেষ্টামন্ডলীর
৮ সদস্য এবং তিনবছর মেয়াদী ৫১
সদস্যের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
‘পাশে আছি’ সামাজিক সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মেনাজ উদ্দিন, নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি মাসুদ আলম, সহ-সভাপতি বেতার উপস্থাপক মাহমুদুল হাসান পিন্টু, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পুলিশ সদস্য মহব্বত হোসেন হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এলাকার অসচ্ছল, অসহায়, দুঃস্থ তথা ছিন্নমূল পিছিয়ে পড়া জনগোষ্ঠির আত্ম-সামাজিক উন্নয়নে স্থানীয় কর্মজীবি, সুশৃঙ্খল, বিত্তবান এবং সমাজের নানা মানবিক কাজে নিবেদিত সকল সম্মানিত ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে ‘পাশে আছি’ সামাজিক সংগঠন।
এমআর
No comments:
Post a Comment