Monday, August 26, 2024

কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নে উলামা সমাবেশ অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন উলামা বিভাগের আয়োজনে 'জাতি গঠনে উলামাগণের ভূমিকা' শীর্ষক আলোচনা উলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগষ্ট) সকালে বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাওলানা এনামুল হকের সভাপতিত্বে মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস ছালাম সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তকিপল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসাহাক আলী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম, মাওলানা আব্দুল লতিব, গোলাম রব্বানী প্রমুখ।

উলামা সমাবেশে বক্তারাসকল ভেদাভেদ ভুলে দ্বীনি-ইসলামের স্বার্থে সকলকে একসাথে কাজ করার আহবান জানান এবং উলামা বিভাগের নেতাকর্মীদের প্রতি নানা দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

এমআর 

No comments:

Post a Comment