Monday, August 26, 2024

কাউনিয়ায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা


নিজস্ব সংবাদদাতা 
মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের ৫২৫১তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগষ্ট) বিকেলে উপজেলার তকিপল বাজারস্থ শ্রীশ্রী কালী দূর্গা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে এবং হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সার্বিক তত্বাবধানে মঙ্গল প্রদীপ প্রজ্বালন, গীতাযজ্ঞ, নামসংকীর্তন, পূজাঅর্চনা প্রার্থনা শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কমল সরকার টিপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া।

এসময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা তরণীকান্ত রায়, তকিপল বাজার শ্রীশ্রী কালী দূর্গা মন্দিরের সভাপতি বীরেন্দ্র নাথ বর্মন, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক পরেশ চন্দ্র বর্মন, উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অমল চন্দ্র বর্মন, সদস্য সচিব টগর রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মানিক চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ্র বর্মন প্রমূখ।

পরে ঢাক-ঢোল ব্যান্ডের বাজনা, শ্রীকৃষ্ণের নানা রূপ সেজে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

এমআর


 

No comments:

Post a Comment