Sunday, August 25, 2024

কাউনিয়ায় ব্রাদার্স ইউনিটি সামাজিক সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসুচি


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় প্রকৃতি পরিবেশের সুরক্ষায় 'গাছ লাগান পরিবেশ বাঁচান' শ্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ব্রাদার্স ইউনিটি সামাজিক সংগঠন। গতকাল রোববার বিকেলে উপজেলার মধ্য হরিশ্বর জামে মসজিদের সামনে থেকে এই বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করা হয়। এসময় নানা প্রজাতির বনজ ফলদ মিলে শতাধিক গাছের চারা রোপণ করে।

বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ব্রাদার্স ইউনিটি সামাজিক সংগঠনের সভাপতি মাসুদ রানা সুজন, সিনিয়র সহ-সভাপতি শাহ্ জামাল, সাধারণ সম্পাদক রুবেল হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর মির্জা, সাংগঠনিক সম্পাদক  নেয়ামুল হাসান শুভ, কোষাধ্যক্ষ মামুনুর রশিদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

সংগঠনটির সভাপতি মাসুদ রানা সুজন বলেন, গাছপালা ব্যাতিত মানুষের অস্তিত্ব মরুভূমির মতো। মানুষ যদি পৃথিবীর বুকে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় তাহলে বৃক্ষ রোপণ ছাড়া অন্য কোন উপায় নেই। বৃক্ষ পরিবেশের শীতলতা প্রকৃতির ভারসাম্য ধরে রাখে। আসুন সকলে মিলে বৃক্ষ রোপণ করি এবং বৃক্ষ রোপণের গুরুত্ব সকলের মাঝে তুলে ধরি।

তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ব্রাদার্স ইউনিটির পক্ষথেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

এমআর

No comments:

Post a Comment