Saturday, September 14, 2024

কাউনিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ


নিজস্ব সংবাদদাতা 
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর উপর হামলার প্রতিবাদে রংপুরের কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবলু সরকার বাবুর সভাপতিত্বে সদস্য সচিব মোসাব্বের আহম্মেদ কোয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মানিক সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলমগীর বাদশা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোসাব্বের হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব আপেল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফেরদৌস হাসান জনি, যুবনেতা রাশেদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এমআর

 

No comments:

Post a Comment