Saturday, September 14, 2024

কাউনিয়ায় কুর্শা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩নং কুর্শা ইউনিয়ন শাখার নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনসহ এলাকাবাসী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত নয়টায় মীরবাগ বাসস্ট্যান্ডে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে ৩নং কুর্শা ইউনিয়ন বিএনপির ৩৪ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করায় উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসা সদস্য সচিব এ্যাড. মোজাহারুল আলম বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।

৩নং কুর্শা ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক খাজা আলাউদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব ফজলুল হক ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, মিজানুর রহমান, কমিটির সদস্য ফারুক হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি নেতা দুলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সজিব উদ্দিন, সদস্য সাদ্দাম হোসেন, কুর্শা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য আনোয়ার হোসেন, কুর্শা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, সদস্য সচিব মাসুদ রানা মাসুম, কুর্শা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মইনুল ইসলাম কল্লোল, সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, ছাত্রদল নেতা সাব্বির, মাসুম প্রমুখ।

এমআর

No comments:

Post a Comment