Tuesday, September 17, 2024

কাউনিয়ায় জিএম কাদেরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান


নিজস্ব সংবাদদাতা 
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় বাগদাদ মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে গালস্ স্কুল মোড় বাসস্টান্ডে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহীন সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, বালাপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু সাঈদ মন্টু, সাংগঠনিক সম্পাদক সামছুল হক দুলাল, কুর্শা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক জাহের খান, হারাগাছ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ্ মো. আবু ছালেক, টেপামধুপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আশরাফুল আলম বকুল, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিলিটারী, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুর রহিম খোকন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক নীরব প্রমূখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পার্টির সমর্থন থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলক ভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানসহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এসব মামলা ভিত্তিহীন বানোয়াট। অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ।

এমআর

 

 

No comments:

Post a Comment