নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক যুগের আলো পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পত্রিকার কাউনিয়া উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন- সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম শরিফ, আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান, বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক ও রংপুর জেলা আহ্বায়ক এমএ হক আকরাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল, রিপোটার্স ইউনিটির উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিতাই রায়, অনলাইন প্রেসক্লাব কাউনিয়ার সহ-সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম, আসলাম খান প্রমুখ।
পরে কেক কাটা শেষে পত্রিকার প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে দোয়া-মুনাজাত দোয়া পরিচালনা করেন- উপজেলা মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবুবক্কর ছিদ্দিক।
এ সময় বক্তারা বলেন, দৈনিক যুগের আলো পত্রিকা মানবতার পক্ষে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগের আলোর ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
এমআর
No comments:
Post a Comment