Monday, September 23, 2024

কাউনিয়ায় পূজামন্ডপে আইনশৃঙ্খলায় নিয়োজিত আনসার ও ভিডিপির বাছাই সম্পন্ন


নিজস্ব সংবাদদাতা 
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়ায় আনসার ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় বাছাই কমিটির সদস্য মিঠাপুকুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়, কাউনিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. ফেরদৌসী আকতার, গঙ্গাচড়া উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. রুহুল আমিন, কাউনিয়া উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা মোছা. তাহেরা সিদ্দিকাসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের দলনেতা-দলনেত্রীরা উপস্থিত ছিলেন।

কাউনিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. ফেরদৌসী আকতার জানান, এবারে উপজেলার ৬৪টি পূজামন্ডপের জন্য প্রাথমিকভাবে ৪১৬ জনকে বাছাই করা হয়েছে। এরমধ্যে ১২৮ জন মহিলা এবং ২৮৮ জন পুরুষ আনসার ভিডিপির সদস্য বাছাই করা হয়। প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং প্রস্তুতি শেষে উপজেলার পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে।

এমআর

No comments:

Post a Comment