নিজস্ব প্রতিবেদক
রংপুরের কাউনিয়ায় ১ হাজার ২৩৭ বোতল ফেনসিডিলসহ ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (০২ অক্টোবর) সকালে তিস্তা সড়ক সেতুর দক্ষিণ টোল প্লাজার নিকট সন্দেহ ভাজন একটি কার আটক করে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. দিলারা রহমানের নেতৃত্বে গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোজাফফর হোসেন শাহ, শাকিব সরকার, আলমগীর হোসেন, উপ-পরিদর্শক রনজিৎ কুমার সঙ্গীয় একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা টোল প্লাজা এলাকায় দাঁড়িয়ে মাদক বহনকারী গাড়িটিকে থামার জন্য সিগন্যাল দেন।
কিন্তু গাড়ি চালক কারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় দূর্ঘটনায় পতিত হয়। গাড়ি থেকে ড্রাইভার সুকৌশলে নেমে পালিয়ে যায়। এসময় গাড়ি থেকে ১ হাজার ২৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধারের পর কাউনিয়া থানায় জমা করা হয়েছে।
এমআর
Wednesday, October 2, 2024
কাউনিয়ায় ১২৩৭ বোতল ফেনসিডিল ও ৪ বোতল মদ উদ্ধার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment