Wednesday, October 2, 2024

কাউনিয়ায় সার ও বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন


নিজস্ব সংবাদদাতা 
কৃষি কৃষক সেবায় নিয়োজিত আমরা শ্লোগানে রংপুরের কাউনিয়ায় খুচরা সার বালাইনাশক ব্যবসায়ী কমিটি গঠন মতবিনিময় সভা বুধবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অধিবেশনের প্রথমে কাউনিয়া উপজেলা সার বালাইনাশক ব্যবসায়ী কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মেনাজ উদ্দিনের সভাপতিত্বে এবং কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক তকিপল হাটের সার বালাইনাশক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় সার বালাইনাশক ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন- টেপামধুপুর ইউনিয়নের মোস্তাফিজুর রহমান, বালাপাড়া ইউনিয়নের তোজাম্মেল হোসেন, হারাগাছ ইউনিয়নের জিল্লুর রহমান, শহীদবাগ ইউনিয়নের নুরনবী জাহিদুল ইসলাম জসিম, কুর্শা ইউনিয়নের জমশের আলী ভুইয়া লিপনসহ অনেকে।

মতবিনিময় কালে খুচরা সার বালাইনাশক ব্যবসায়ীদের প্রতিবন্ধকতার নানাদিক বক্তব্যে উঠে আসে। পরে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মেনাজ উদ্দিনকে সভাপতি জিয়াউর রহমান জিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপজেলার দুই শতাধিক খুচরা সার বালাইনাশক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

এমআর

 

No comments:

Post a Comment