Saturday, October 26, 2024

কাউনিয়ায় ৫০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা 
রংপুরের কাউনিয়া থানাপুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ খবির উদ্দিন (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ অক্টোবর) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কাউনিয়া থানার এসআই মহিবুর রহমান ও এএসআই বিপ্লব হোসাইন সঙ্গীও ফোর্স উপজেলার হলদিবাড়ী রেলগেটে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে রবিউল ইসলামের চায়ের দোকানের সামনে চেকপোষ্ট পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ খবির উদ্দিনকে আটক করে। সে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটপাচানী ইউনিয়নের বৈকন্ঠুপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ জানান, ধৃত খবির উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুযু হয়েছে। শনিবার তাকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালত পাঠানো হয়েছে।

MR


No comments:

Post a Comment