Saturday, October 26, 2024

কাউনিয়ায় দৈনিক কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত


নিজস্ব সংবাদদাতা 
দৈনিক কালবেলা সাফল্যের দ্বিতীয় বর্ষপূর্তিতে রংপুরের কাউনিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সাব্দী দারুল ফোরকান হাফেজিয়া মাদরাসা হলরুমে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অনলাইন প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউনিয়া উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক মো. জামিনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- দৈনিক কালবেলা কাউনিয়া উপজেলা  প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিম।

কালবেলার বর্ষপূর্তি অনুষ্ঠানে বিজয় ফুড প্রোডাক্টস এর পরিচালক মো. মজিদুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ কাউনিয়া প্রতিনিধি জহির রায়হান, বাংলাদেশ টুডে উপজেলা প্রতিনিধি আশরাফুল হাবিব তুষার, দৈনিক যুগের আলো উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক ঢাকা উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক জবাবদাহিতা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেনসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালবেলার দুই বছরে সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করেন বক্তারা। পরে কালবেলার সাফল্য এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

MR

No comments:

Post a Comment