নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকাতুল তাহিরিণকে স্থায়ীভাবে প্রত্যাহারের
দাবীতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা শনিবার (০৫ অক্টোবর) দুপুরে হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সাদিকাতুল তাহিরিণ তার সহকর্মী চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে অসদাচরণ, স্বেচ্ছাচারী, ক্ষমতার অপব্যবহার, দূর্নীতিবাজ, বদমেজাজি ও উগ্রআচরন করায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থায়ীভাবে প্রত্যাহারের
দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কালে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মেহেদী হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রতন কুমার ভট্রাচার্য্য,
ক্যাশিয়ার সফিকুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স আরতী রায়।
এসময় উপস্থিত ছিলেন- জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা. খন্দকার মমিনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. ফখরুল আলম, মেডিকেল অফিসার আবু তারিক মো. আহসান, নার্সিং সুপারভাইজার
বীনা রানী দাশ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা, দাবী মেনে নেওয়া না হলে রোববার থেকে এক ঘন্টা করে কর্মবিরতি কর্মসূচী পালনের ঘোষণা দেন।
এমআর
No comments:
Post a Comment